বরগুনায় আগুনে পুড়ে ছাই ৬ দোকান, দোকানিরা এখন পথের ফকির

মল্লিক জামাল, (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার ৯ নং এম বালিয়াতলি ইউনিয়ন এর পরীরখাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনি বার (৩০ জুন) রাত সাড়ে ২:৩০ মিনিটর সময় এই অগ্নিকান্ড ঘটেছে। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দেওয় স্থানীয়রা ও ফায়ার সার্ভিস টানা দুই ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা যা বলেন,রাত ২:৩০ সময় হঠাৎ আকাশে আগুন দেখতে যায় আমার দৌড়ে এসে দেখতে পায়, বাজারে আগুন জ্বলছে। আমরা পানি দিয়ে নিভাতে পারছিনা আল্লাহ রহমাতে বৃষ্টি আসে আগু ছড়িয়ে পড়তে পারে নাই। এর পরে দমকল কর্মীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগস্থরা বলেন, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। যদি কেও আর্থিক সহায়তা করে তাহলে আমরা ঘুরে দাড়াতে পারবো। নইতোবা আমরা এখানে শেষ। ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. মোঃ নাজমুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং স্থানীয়দের নিয়ে আগুনা নিভাতে চেষ্টা করি পরে ফায়ার সার্ভিস যুক্ত হলে আগুন নিয়ন্ত্রণে আসে। তাদের প্রায় ২ কটি টাকা ক্ষতি গ্রহস্থ হয়েছে। এটাই ছিলো তাদের বেঁচে থাকার শেষ সম্বল। বরগুনা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বলেন, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনও তদন্ত চলছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *