আশরাফুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: দেশের বন্যার্তদের সহায়তায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের প্রচেষ্টায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩৪ হাজার ৪ শত ৪০ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখায় নির্ধারিত হিসাব নম্বরে এসব টাকা জমা প্রদান করা হয়। এরপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসানের হাতে ব্যাংক প্রদত্ত কস্ট মেমো হস্তান্তার করেন সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শাহ আলম সরকার, উপদেষ্টা ফেরদাউছ মিয়া, সাদেকুল ইসলাম রুবেল,পাপুল সরকার, সাইদুর রহমান প্রধান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক ফজলুল হক দুদু,শাহ আলম মিয়া, সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, শাহ আলম সরকার, ফজলুল হক দুদু, আশরাফুজ্জামান, মোহাম্মাদ আব্দুল মতিন, এ্যাড.আবেদুর রহমান সবুজ প্রমূখ। পলাশবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ জানান, অন্তর্বর্তীকালিন সরকারেরর আহবানে সাড়া দিয়ে বন্যা কবলিতদের জন্য আমরা পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে একটি ফান্ড গঠনের উদ্যোগ গ্রহণ করি। এতে সর্বস্তরের মানুষ স্ব-স্ব সামর্থ অনুযায়ী সাড়া দিয়েছেন। দুই দিনের প্রচেষ্টায় আমরা আজ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩৪ হাজার চারশত ৪০ টাকা অনুদান প্রদানে সক্ষম হয়েছি। সকলের সার্বিক সহায়তায় বেশকিছু নতুন-পুরাতন কাপড় সংগ্রহ করা হয়েছে। শীঘ্রই এগুলো বন্যা দুর্গত এলাকায় পাঠানো হবে।