প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে পলাশবাড়ীতে নেসকোর কার্যালয় ঘেড়াও

আশরাফুল ইসলাম গাইবান্ধা: নেসকো’র ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা- বন্ধ কর করতে হবে”এই শ্লোগান কে সমানে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক গ্রাহকদের নিকট প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে পহেলা জানুয়ারী বুধবার বিকালে পলাশবাড়ীস্থ নেসকো কার্যালয় অফদা অফিস ঘেড়াও কর্মসূচী পালন করা হয়েছে। পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবানে ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহযোগীতায় এ ঘেড়াও কর্মসূচী সফল করতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকগণ ও সর্বসাধারণ ছাত্র জনতা অংশ গ্রহন করে প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবী জানান। এ ঘেড়াও কর্মসূচী চলাকালে আন্দোলনকারিদের নিকট প্রিপেইড মিটার স্থাপন করা হবে না মর্মে অঙ্গিকার করেন পলাশবাড়ীর নেসকো’র আবাসিক প্রকৌশলী হারুন অর রশিদ । নেসকোর আবাসিক প্রকৌশলীর এমন আশ্বাসের পরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন। এ কর্মসূচীকে ঘিরে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান গ্রহন করে। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে ঘেড়া কর্মসূচীতে আন্দোলনকারীরা জানান, আগামীতে পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন করার চেষ্টা করা হলো আরো কঠোর কর্মসূচী পালন করা হবে। এসময় বক্তব্য রাখেন পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত,পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবায়ক কমিটির অন্যতম সম্বনয়ক মিজানুর রহমান নিক্সন,নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,সিনিয়র যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু, যুবদল নেতা রায়হান সরকার,মামুনুর রশিদ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, সেচ পাম্প মালিক, বাবলু মিয়া,সালেক মিয়া, সাফি মিয়া,মোত্তালিব মিয়া,মামুন অর রশিদ,এনামুল ইসলাম, সিজু মিয়া,বওলা মিয়া,গৌতম চন্দ্রসহ স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্যরা।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *