প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে ফুলছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ও পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ১৮ নভেম্বর সোমবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমী এলাকায় এ কর্মসূচি পালন করে। অবরোধ চলাকালে সড়কের দুইপাশে যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে সড়কের দুইদিকে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন জনসাধারণ। এ সময় শিক্ষার্থীরা ‘জেগেছেরে জেগেছে, রক্তে আগুন জেগেছে’,‘এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক রায়হান সরকার অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি শুরু করেন। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবতীয় অর্থ লুটপাট, স্কুল ইউনিয়নফর্ম বাবদ ১২শ’ টাকা, পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা, ফরম পূরণ ও রেজিস্ট্রেশনে সরকারের বেধে দেওয়া টাকার কয়েকগুন বেশি টাকা নেন। এছাড়া প্রতিষ্ঠানের মূল্যবান গাছ সহ জিনিসপত্র বিক্রি করেছেন। তিনি নিজের ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে আন্দোলন করায় তিনি আমাদের হুমকি-ধামকি ও নানাভাবে হয়রানি করছেন। অবরোধ চলাকালে বক্তব্য দেন, শিক্ষার্থী পিয়াল সরকার, জুঁই আকতার, উম্মে হাবিবা রিতা সহ অন্যান্য শিক্ষার্থীরা। অপরদিকে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোন বক্তব্য প্রদানে রাজি হননি।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *