আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে “২৪ এর স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করা হয়। ১৭ ডিসেম্বর মঙ্গলবার পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছে। টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের অধিনায়কদের হাতে পুরুষ্কার বিতরন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন পলাশবাড়ী ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। পলাশবাড়ী ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনুর সভাপতিত্বে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, সদস্য আকরামুল ইসলাম রায়হান। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েল, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাহজাহান মিয়া,সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদসহ অন্যান্যরা। এ টুর্নােমেন্ট ফাইনাল খেলায় বিজয়ী হয় পলাশবাড়ী পলিটেকনিক একাদশ ও রানার্সআপ হয় পৌর একাদশ। খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ।