পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসব

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের সুনাম ধন্য হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিবারের ন্যায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব পালিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার এ পিঠা উৎসবে বিদ্যালয়ের আঙিনায় সাজানো হয় নানা রকম পিঠা পুলির পসরায়। এ পিঠা উৎসবে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের নিয়ে এক মিলন মেলায় পরিনত হয়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থীরা জানায়, বাহারি রকমের এতো পিঠা একসঙ্গে কখনো দেখা হয়নি। আজ ক্লাস নেই। পিঠা উৎসবে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পিঠা খাচ্ছি। এতে আমারা অনেক খুশি হয়েছি ও আনন্দিত করছি। এ বিষয়ে প্রধান শিক্ষক জামিউল ইসলাম জাহিদ বলেন, শীতের শুরুতে পিঠা পুলির সুবাস ছড়িয়ে দিতে কোমল মতি শিক্ষার্থীদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রধান শিক্ষক আরও বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত কোরআন শিক্ষা দেয়া হয় নতুন চল্লিশ শিক্ষার্থী কোরআন সবক নেয়ায় উক্ত শিক্ষার্থীদের কে কোরআন শরীফ তুলে দেয়া হয়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক মতিয়ার রহমান লাভলু বলেন, পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। শহর কেন্দ্রীক জীবন জীবিকার কারণে এই দেশজ উৎসব কমে গেছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *