আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং- ২৬৭০)’র ত্রি বার্ষিক সাধারণ নির্বাচনে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়েছে। নির্বাচনের ফলাফলে- সভাপতি পদে মমিরুল ইসলাম ইমদাদুল (আনারস) প্রতিকে ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে শাহজাহান (চেয়ার) প্রতিকে পেয়েছেন ৪৬০ ভোট ও নুরে আলম ছিদ্দিক জিল্লু (ছাতা) প্রতিকে পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মিনু (দোয়াত কলম) প্রতিকে ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হিসাবে গোলাম মওলা পেয়েছেন ৩০৯ ভোট ও আমিনুল ইসলাম নান্নু (ফুটবল) প্রতিকে পেয়েছেন ২৩৯ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম (গরুর গাড়ি) প্রতিকে ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী লুৎফর রহমান (বাঘ) প্রতিকে পেয়েছেন ১২৬ ভোট । ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নুরুন্নবী সুজন (মোটরসাইকেল) প্রতিকে ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী খন্দকাল মোঃ খাইরুল বাসার (খেজুরগাছ) পেয়েছেন ৪৫৫ ভোট। শান্তিপুর্নভাবে পরিবেশে পলাশবাড়ী উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করেন পলাশবাড়ী থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন ঐতিহ্যবাহি কালিবাড়ী হাট বাজারে সমিতির কার্যালয়ে নির্বাচনে ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহন শেষে ভোট গণনা করে রাতেই ফলাফল ঘোষনা করা হয়। এ নির্বাচনে মোট ভোটার ১ হাজার ২’শ ২২ জন । নির্বাচনে ১১টি পদের মধ্যে ইতিমধ্যে ৭টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৪টি পদের নির্বাচনের জন্য মোট ১০ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মাহমুদ হাসান ও প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন মুসছুর আলী। উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি বার্ষিক সাধারণ নির্বাচনে ১১ টি পদের মধ্যে ৭ টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন – সহ সভাপতি পদে মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক পদে মোজাহিদ মুন্সি,ধর্মীয় সম্পাদক পদে হাফেজ মো. আশরাফুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে আশরাফুল ইসলাম,অর্থ সম্পাদক পদে খোরশেদ আলম,প্রচার সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মোস্তা,কার্যকরী সদস্য পদে মিলন মিয়া।