আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গণমাধ্যমকর্মীদের প্রাণের সংগঠন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি'র সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলামের জন্মদিন আনন্দঘন পরিবেমে পালন করা হয়েছে। পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কেক কর্তনের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করেছে সহকর্মী গণমাধ্যমকর্মীগণ। এ সময় পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি শেখ রানা, সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসলাম আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেক কর্তনের আগে সাংবাদিক সিরাজুল ইসলাম-কে জন্মদিনের শুভেচ্ছা জানান সহকর্মীগণ। এসময় তারা সাংবাদিক সিরাজুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেছেন।