পলাশবাড়ীতে মাদ্রাসা শিক্ষককের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের সরকারি কলেজ মোড় পশ্চিম গোয়ালপাড়ায় দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক আবু শাহজাহান কর্তৃক মাদাসার শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ায় হয়েছে। ভুক্তভোগী শিশু ও স্থানীয়দের ম্যানেজ করে এ ঘটনাটি ধামাচাপা দিয়ে অভিযুক্ত মাদ্রাসার হুজুর আবু শাহজাহান গা টাকা দিয়েছেন এবং নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ করেছেন। শিশু শিক্ষার্থী (৯) কোমরপুর বাজার এলাকার একটি মুসলিম পরিবারের সন্তান। এঘটনায় প্রভাবশালী একটি চক্রের ভয়ে ভুক্তভোগী শিশুটি পরিবার কোন প্রকার আইনের আশ্রয় না নিয়ে নিজের শিশু সন্তান কে মাদ্রাসা হতে নিয়ে যান বলে জানা যায়। ভুক্তভোগী শিশু শিক্ষার্থী জানান, মাদাসার হুজুর আবু শাহজাহান বাসায় স্ত্রী না থাকায় তিন শিক্ষার্থীকে বাসায় ডেকে নেয় এসময় তারা সেখানে রাত্রী যাপন করে পরের দিন ৩০ অক্টোবর বুধবার সকালে দুই শিক্ষার্থীকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে শরীর টিপে দিতে বলেন মাদাসার হুজুর আবু শাহাজান । এরপর শিশু শিক্ষার্থী হাত পা টিপে দিতে দিতে ঘরের দরজা বন্ধ করে দিতে বলে দরজা বন্ধ করার পর নিজের লুঙ্গি খুলে গোপন অঙ্গ ম্যাসেজ করতে বলে আবু শাহাজান এতে ভুক্তভোগী শিক্ষার্থী রাজি না হয়ে ঘর হতে বেরিয়ে আসে। মাদাসার হুজুর আবু শাহাজান এর লালসার হাত হতে রক্ষা পায়। পরে স্থানীয় এক মুরব্বীর মাধ্যমে ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়। এ বিষয়ে অভিযুক্ত আবু শাহজাহান এর কোন বক্তব্য পাওয়া যায়নি,তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অপরদিকে শিশুটির পরিবার প্রভাবশালীদের ভয়ে কোন কিছু বলতে রাজি নয়। এবিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু জানান, এরকম কোন ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় জমা হয়নি বা তিনি ঘটনাটি সম্পর্কে জানেন না।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *