আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদককারবারিকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৫ নভেম্বর সকালে পৃথক ৩টি স্থানে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ব্যবস্থাপনায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার। ভ্রাম্যমাণ আদালত দন্ডপ্রাপ্তরা হলেন, পলাশবাড়ী উপজেলার পৌর ৮ নং ওয়ার্ডের ছোট হরিণমারী গ্রামের মৃত বরিজ উদ্দিনের পূত্র কাশেম মিয়া ওরফে নেংটা কাশেম (৫০) কে দেড় বৎসর বিনাশ্রম ও উপজেলার মহদীপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের মোঃ মন্টু মিয়ার পুত্র সোহেল মিয়া (২৫) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও দুই হাজার পাঁচশত টাকা উভয়কে জরিমানা করা হয়। দেড় বছর কারাদণ্ড প্রাপ্ত কাশেম মিয়ার বসত বাড়ী হতে ৫০ গ্রাম গাঁজা এবং উভয়ের নিকট হতে সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। দন্ডপ্রাপ্ত দু’জনকে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ।