আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠেছে শিশু মাহিম বাবু (৬) এর মরদেহ। মৃত মাহিম বাবু উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (শরবেসের ঘাট) গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। নিখোঁজের ৪ দিন পর অবশেষে ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যার দিকে বাড়ীর পার্শ্ববর্তী নলেয়া নদীতেই ভেসে উঠেছে শিশু মাহিম বাবু (৬) এর মরদেহ। স্থানীয়রা জানায়, গত ১৪ নভেম্বর দুপুরে বাড়ির পাশে জমিতে গরুর জন্য,ঘাস কাটছিল দাদির সাথে । এক পর্যায়ে শিশু মাহিম খোলা স্থানে পায়খানা করে পরিস্কার হবার জন্য নিজেই পাশ্বর্বতী নদীতে গেলে আর ফিরে আসেনি। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে নাতি ফাহিম আর ফিরে না আসায় আশেপাশে খোজ খবর নিয়ে না পাওয়া মাইকিং করে। বিভিন্ন ভাবে দীর্ঘ সময় ধরে খোজার পর শিশুটির সন্ধান না পেয়ে পরদিন সকালে গোবিন্দগঞ্জ থানায় নিখোজের একটি সাধারন ডায়েরি করে শিশুটির পিতা মাজেদুল ইসলাম। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান , পায়খানা শেষে পরিস্কার হবার জন্য নিজেই নদীতে গেলে পা পিছলে নদীতে পরে ডুবে যায়। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।