শাকিল আহমেদ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে রূপগঞ্জে বিএনপির বর্ণনাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়। র্যালীটিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল রিপন। এতে বক্তব্য রাখেন, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভূঁইয়া,আব্দুল জলিলসহ আরো অনেকে।