দেবীদ্বারে ভূমিহীন সংগঠন ও কমিউনিস্ট পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা): মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা মনে- প্রাণে ধারন করে শোষণ ও বৈষম্যহীন রাস্ট্র বিনীর্মানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নিজেরা করি সংস্থা ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবসের বর্নাঢ্য র‌্যালী, শহীদদের স্মরনে গণকবর, মুক্তিযুদ্ধ চত্তর ও উপজেলা পরিষদ চত্তর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভার আলোচকরা ওই বক্তব্য তুলে ধরেন। বেলা ১১টায় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত আলোচনা সভায় ভূমিহীন নেত্রী নাছিমা বেগমের সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থার কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশ কর, বিশেষ আলোচক ছিলেন নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক খায়রুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবীদ্বার শাখার সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা কমরেড পরিমল শীল, ভূমিহীন নেতা আব্দুল ওয়াদুদ, মোখলেসুর রহমান, তজুমিয়া, গফুর মিয়া প্রমূখ। বক্তারা বলেন, আমরা স্বশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দির্ঘ ৯ মাস মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও আমরা ৫৩ বছরেও প্রকৃত স্বাধীনতা পাইনি, আমরা ৯ বছর রাজপথে লড়াই করে ৯০’র গনঅভ্যূত্থানে স্বৈরাচার এরশাদ পতনের পরও বিজয়ের স্বাদ নিতে পারেনি, ২০২৪ সালে ছাত্র-জনতা আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নেও অনিশ্চিত।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *