ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ময়মনসিংহেরই সন্তান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার(১০ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ত্রিশাল উপজেলা বিএনপির (অস্থায়ী) কার্যালয়ে ত্রিশাল উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত নেতা জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। ৭ নভেম্বর দেশের মানুষ একটি মানুষের উপর আস্থা রেখেছিল তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।শহীদ জিয়ার প্রতি এদেশের মানুষের যে বিশ্বাস,ভালোবাসা তা আমাদের দেশনায়ক তারেক রহমান ধরে রেখেছেন। তিনি সমগ্র বাংলাদেশের গনতন্ত্রকামী মানুষের নেতা, দেশের মালিকানা ফিরিয়ে দেয়ার নেতা। দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে নেতাকর্মীদের হুশিয়ার করে বলেন, সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগ খুঁজে। সুযোগসন্ধানীদের দলের আশেপাশেও ভিড়তে দিবেন না। যারা ১৭ বছর ধরে আন্দোলন,সংগ্রামে রাজপথে ছিল তারাই এখন নেতৃত্ব দিবে। দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ে যারা গুম,খুন হয়েছে তাদের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এদেশের মানুষ তখনই গণতন্ত্র ফেরত পাবে যখন ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবে। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন, ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম,যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃধা,আঃ মতিন,পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান,বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা প্রেসক্লাব ত্রিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।