ত্রিশালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

আরোয়ার জাহান পারভেজ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায় ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক। সঞ্চালনায় ছিলেন বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসেন আহমেদ। বক্তব্যে আনিছুর রহমান আনিছ মাস্টার বক্তা ত্রিশাল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল হক সাহেবের উদ্দেশ্য করে বলেন,বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি মৃত গাছ বছর দুয়েক ধরে রয়েছে মারাত্মক বিপদজনক, গাছটি কেটে ফেলার পরামর্শ দেন। অন্যথায় দূর্ঘটনার আশঙ্কা করেন এ সময় সকল শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকগণ একমত হয়ে পরামর্শ দিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার আলো নিয়ে বের হয়ে অনেকেই দেশের সেবায় নিয়োজিত হয়েছেন। বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নিজেদের সর্বোচ্চ টা দিয়ে কাজ করেছেন তাই বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান সমৃদ্ধ করেছেন। তারা পঞ্চম শিক্ষার্থীদের ভবিষ্যত সফলতা কামনা করেন। বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায় ও অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি,অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *