আরোয়ার জাহান পারভেজ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহীদদের স্মরণে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ‘২৪ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৫নভেম্বর) সকালে বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা ভ্রাতৃত্বের প্রতীক, ঐক্যের প্রতীক। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি যেন প্রতিযোগিতার মধ্যেও একটা সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের তৈরি হয়।’ তিনি আরও বলেন, ‘শারীরিক শিক্ষা ও মানসিক শিক্ষা এই দুটির যদি সম্মিলন না হয় তাহলে পরিপূর্ণ মানবিক গঠন সম্পূর্ণ হয় না। সুষ্ঠু একাডেমিক কার্যক্রমের জন্য খেলাধুলার অবশ্যই প্রয়োজন রয়েছে। আমি আশা করছি প্রতিযোগীরা ক্রীড়া প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুন্য প্রদর্শনের পাশাপাশি খেলোয়াড়সুলভ শিক্ষাও গ্রহণ করবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, পরিবহণ প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবন্দ। উদ্বোধনী খেলায় ব্যবস্থাপনা বিভাগ ও নৃ-বিজ্ঞান বিভাগ অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগ ৮টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। পরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ৮টি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় ।