আরোয়ার জাহান পারভেজ: ময়মনসিংহের ত্রিশাল থানায় অফিসার ইনচার্জ হিসেবে মনসুর আহাম্মদ এর যোগদানের পর অনেকটাই বদলে গেছে উপজেলার আইনশৃঙ্খলা - পরিস্থিতি। পুলিশ শাসক নয়- জনগণের সেবক’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে এখন ত্রিশালের জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছেন ওসি মনসুর আহাম্মদ। সর্বশেষ ৫ই আগষ্টের আগে ও পরে চরম উত্তেজনাকর একটা পরিস্থিতিতে ২৩ সেপ্টেম্বর ত্রিশাল থানার মনসুর আহাম্মদ যোগদান করেন । এরপর কঠোর হাতে অপরাধ দমন, বিচক্ষণতার সাথে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, নানা ধরনের উদ্ভাবনী পন্থা ও পদ্ধতির মাধ্যমে যানযট মোকাবেলা, চুরি ছিনতাই প্রতিরোধ, বাল্যবিয়ে ও ইভটিজিং নিয়ন্ত্রণ, যেকোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হাতে দমন, একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধারে সফলতায় গত ২৪ অক্টোবর ময়মনসিংহের পুলিশ লাইন্সে বিশেষ কল্যান সভায় ত্রিশাল থানার সার্বিক কার্যক্রমে ( ওয়ারেন্ট তামিল,মাদক অভিযান,নিয়মিত মামলার আসামীদের গ্রেফতার,মামলা নিষ্পত্তি,থানায় আগত জনসাধারনকে পুলিশী সেবায় সঠিকভাবে দায়িত্ব পালন সহ চোরাই মালামাল উদ্বারসহ বি়ভিন্ন সফলতার কারনে পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয় ওসি মনসুর আহাম্মদ কে বিশেষ পুরস্কার প্রদান করেন। এছাড়াও ২৩ সেপ্টেম্বর পরবর্তী সহিংসতা রোধে সাহসী ভুমিকা রাখা, যোগদানের পর থেকে ত্রিশাল থানায় খুন, ধর্ষন, চাঁদাবাজি, বাড়িঘর ভাঙচুর, দোকানপাঠ লুটপাট, সংঘবদ্ধ বিভিন্ন অপরাধ, মাদক নির্মূল সহ বিভিন্ন কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। মিডিয়া ও জনবান্ধব এই কর্মকর্তার আচরনে মুগ্ধ ত্রিশালের জনগন। আর এসময় জনবান্ধব ও মিডিয়া বান্ধব ওসি হিসেবে পরিচিত মনসুর আহমেদ স্মার্ট টাইম ম্যানেজমেন্ট, মেধা, দক্ষতা, পরিশ্রম, দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিতির ভূয়সী প্রশংসাও করেন তিনি।