বিল্লাল মোল্লা তিতাস: কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি গ্রামের এক নং ওয়ার্ডের পূর্বপাড়ার পরিত্যক্ত মাছের প্রজেক্ট থেকে আনুমানিক ২০ থেকে ২৫ বছরের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ২৫ শে সেপ্টেম্বর রোজ বুধবার আনুমানিক ৪ ঘটিকার সময় অর্ধগলিত মরহদেহটি তিতাস থানা পুলিশ খবর পেয়ে উদ্ধার করে। তার পরনে ছিল জিন্সের ভুলু কালারের পেন্ট এবং তার পকেটে একটি কেসিও ঘড়ি পাওয়া যায়। মাথা থেকে কোমর পর্যন্ত তার দেহে কোন মাংস ছিল না। জিন্সের প্যান্টের কারণে তার দুটি পা অক্ষত থেকে যায়। জিয়ারকান্দি গ্রামের পূর্ব পাড়ার পরিত্যক্ত মাছের প্রজেক্টটি দীর্ঘদিন যাবত মাছের চাষ করা হয় না। প্রজেক্টর পাড়েই অনেকের বাড়ি ঘর, তারা দুর্গন্ধ পেয়ে মামুন নামের এক যুবককে জানালে, তিনি স্থানীয় ওয়ার্ড মেম্বার সাংবাদিক মোঃ বিল্লাল মোল্লাকে ফোনে খবর দেন। তিনি তৎক্ষণাৎ তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলামকে খবর দেন, ওসি তার ফোর্স নিয়ে সরজমিনে এসে তিতাস থানার ডোম এবং স্বেচ্ছাসেবী করোনা যুদ্ধা কুস্তিগীর রাসেল ও স্থানীয় লোকের সাহায্যে পরিত্যক্ত জমি থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে তিতাস থানায় নিয়ে যাওয়া হয় । এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন আমরা মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করবো সনাক্ত করার জন্য। এবং আমরা যদি কোন সঠিক তথ্য পাই তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।