মল্লিক জামাল, তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের সৌদি প্রবাসী আলমঙ্গীরের স্ত্রীকে নির্যাতন ও হুমকির মুখে ফেলে বাড়ি ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে ভাসুরের বিরুদ্ধে। উপজেলার ছোটবগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমঙ্গীর প্রবাসে যাওয়ার পরে স্ত্রী আফরোজার সাথে ভাসুরের কাছে পাওয়া টাকা নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। গত বৃহস্পতিবার (৪ জুন ২৪) লেনদেন ও স্বামীকে বিদেশে নেয়ার পরে তার বৈধ কাগজপত্র ( আকামা) করে দেওয়ার নাম করে অতিরিক্ত টাকা নিয়ে না করে দেওয়ার দাবী করে ভাসুর নিজাম খানের সাথে তর্কের সৃষ্টি হয়। পরক্ষণে আফরোজার সাথে মারামারির ঘটনা ঘটে। এসময়ে প্রবাসী স্ত্রী আফরোজাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে ফের বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন আফরোজা। আফরোজা বলেন, তারা প্রভাব দেখিয়ে নানা ভাবে আমার উপর অত্যাচার ও নির্যাতন করে। আমাকে মারধর করেছে। মারামারির সময়ে আমার নগদ অর্থ এবং সোনার অলংকার নিয়ে গেছে। আমার ফলগাছ কেটেছে। আমি এর পূর্বে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। পরক্ষণে সালিশিতে বসলেও কোনো কাজে আসেনি। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং নিরাপদে বাড়িতে ফিরে যেতে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চাই। স্থানীয় রিয়াজ বলেন, আমার চোখের সামনেই আফরোজার শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত। তবে উপরোক্ত ঘটনা সম্পন্ন অস্বীকার করেন মোঃ নিজাম খান। তার দাবি মিথ্যাচার করে তাকে হয়রানি করা হচ্ছে। এবিষয়ে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম বলেন, আমাদের সাথে বসার কথা ছিলো কিন্তু নিজাম খান সালিশ না মেনে বলেছে সালিশদারদের সাথে বুঝে তার পর বসব। পরে আবার নাকি নিজামকে মারধর করা হয়েছে। নিজাম আমাকে বলেছে।