ডেমরায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানী ডেমরায় আজাদ হোসেন নামে এক প্রবাসীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় ডেমরা যাত্রাবাড়ী সড়কের বাঁশেরপুল এলাকায় এ মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন বাঁশেরপুর আমিনবাগ এলাকার সুলতানা ইয়াসমিন আক্তার রুমি জমিজমা সংক্রান্ত বিষয় উল্লেখ করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় মর্মে প্রবাসী আজাদের বিরুদ্ধে গত মঙ্গলবার ডেমরা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।আজাদ হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন তাঁর জমি জোরপূর্বক দখল করতেই একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট বলে মানববন্ধনে জানায় এলাকাবাসী।তাঁরা আরো বলেন অবিলম্বে প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও হয়রানি মূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ তদন্ত স্বরূপ এ বিষয়ে তদন্ত করার আহ্বান জানান এলাকাবাসী।পাশাপাশি সুলতানা ইয়াসমিন আক্তার রুমিকে হয়নারি মূলক কর্মকাণ্ড বন্ধ করে আজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা দায়েরকৃত অভিযোগ তুলে নেয়ার দাবি জানান তাঁরা।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *