শনিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেইন লাইন বন্ধ রেখে উপজেলার প্রতিটি ইউনিয়নের শাখা সড়কসহ মহাসড়কের আশপাশের বিদ্যুতের খুটির সাথে ঘেঁষে থাকা গাছের ডাল-পালা কেটে পরিচ্ছন্ন করা হয়। যেন ঝড়-বৃষ্টিতে ডাল-পালা ভেঙে বৈদ্যুতিক খুটি বা তাঁরের উপর পড়ে সংযোগ বিচ্ছিন্ন না হয়। সেজন্য ওইদিন প্রায় ৬ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ জোনের এজিএম ইঞ্জিনিয়ার আহমেদ শাহরিয়ার ভোরের কাগজকে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এবং গ্রীষ্ম মৌসুমের ঝড়-বৃষ্টির পূর্ব প্রস্তুতি হিসেবে ৩৩ কেভি (৩৩০০০ ভোল্ট এর মেইন লাইন) লাইনের আশপাশের গাছপালা কর্তন এবং লাইন রক্ষণাবেক্ষণের জন্য সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।