সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের আয়োজনে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী ) দুপুরে জামালগঞ্জ এলাকার একটি হলরুমে জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের নেতাকর্মীর আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আবু শরীফ। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ অন্যান্য নেতা কর্মীরা। পরিশেষে দোয়া ও মোনাজাতে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের সম্পূর্ণ সুস্থ এবং দীর্ঘ হায়াত কামনা করেন এবং দীর্ঘ প্রত্যয় নিয়ে নতুন বছরের সূচনাতে জয়পুরহাটে জাকের পার্টির গণজোয়ার তৈরি করবেন বলে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন।