মো: আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: মহান বিজয় মাসে প্রতি বছরের মতো এবারও মালদ্বীপে জিএস স্পোর্টস ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। দেশটির রাজধানীর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মালদ্বীপে অবস্থিত বিভিন্ন দেশের অভিবাসীদের ফুটবল দল অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত ফুটসাল এই টুর্নামেন্টে এই বছর বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলংকা প্রবাসীদের ২২টি ফুটবল টিম অংশ করেন। সাপ্তাহিক ছুটির দিনে (৬, ডিসেম্বর) শুক্রবার দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে টান টান উত্তেজনা, উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনে ফাইনাল খেলা শুরু হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে ১-১গোলে ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। টাইবেগারে ১ গোলের ব্যবধানে বিএফটিকে ৭/৮গোলে অপরাজিত করে শিরোপা অর্জন করেন কোম্ভান্স একাদশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বিএফটি দলের গোলকিপার মোঃ সিয়াম। ত্রিদেশীয় এই ফুটসাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ডিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন ও মোঃ মাহফুজুর রহমান। রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জিএস স্পোর্টস ক্লাবের কর্ণধার আফরানুল হক আশিক ও মাসুম বিল্লাহ। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, প্রবাস জীবনে কর্ম ব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই তাই প্রবাসীদের প্রত্যাশা প্রতিবছর এই ধরনের খেলাধুলা আয়োজন অব্যাহত রাখার। তাই আমরা আগামীতে আরো বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করবো। মোঃ মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ বশী উল্লাহ, মো: রাব্বি, মো: শাওন, নিলয়, আনিসুর, আশিক ও মিডিয়া কর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, নেতা, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।