চাঁদের রাতেই মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’

বিনোদন প্রতিবেদক: দেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ মুক্তি পাচ্ছে এই ঈদেই।

আসন্ন ঈদুল ফিতরের চাঁদ রাতেই দর্শক ঘরে বসেই দেখতে পারবেন নতুন এ সিনেমা। বৃহস্পতিবার (২৮ মার্চ) সংবাদ সম্মেলনে এই ওয়েব ফিল্ম নিয়ে পরিচালক ফারুকী জানান, চাঁদ রাতেই চরকিতে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’।এতে করে ঈদের আগেই ঘরে বসে সিনেমাপ্রেমীরা সিনেমাটি দেখার সুযোগ পাবে। এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও গায়িকা জেফার রহমানকে। গায়িকা জেফার রহমান ও অভিনেতা চঞ্চল চৌধুরী। গত ২৩ মার্চ ছবিটির পোস্টার প্রকাশ পায়। পোস্টার প্রকাশের পর পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমা। প্রসঙ্গত, স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করছেন চরকি অরিজিনাল ফিল্ম। আর এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই প্রজেক্টের দুইটি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। এগুলো হলো: ‘মনোগামী’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ইতিপূর্বে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার আসছে ‘মনোগামী’।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *