গোবিন্দগঞ্জে ৪ হাজার ট্যাপেন্টাডল, ১৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি বাবা ও ছেলেসহ এঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১১ ডিসেম্বর বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা হাজীপাড়া গ্রামের একটি ধান ভাঙ্গার মিল থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতাররা হলেন, মালঞ্চা হাজীপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার (৩৮) ও তার ছেলে নাজমুল হুদা বাপ্পী (২০) এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১)। এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক আবু নায়েম মো. কাজী নুরুন্নবী গণমাধ্যমে জানান, গোপন খবরে মালঞ্চা হাজীপাড়া গ্রামের বাহাদুর সরকারের ধান ভাঙ্গার মিলে অভিযান চালিয়ে স্টোর রুম থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও ৪০০০ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে আটক করা হয় বাহাদুর সরকার, তার ছেলে নাজমুল হুদা ও মাসুদ রানাকে। তিনি আরও জানান, গ্রেফতার হওয়া বাবা ও ছেলে উদ্ধার করা অবৈধ মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বাহাদুর সরকার ও তার ছেলে নাজমুল হুদার নেতৃত্বে সংঘবদ্ধ একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাদের কাছে মাদক ক্রয় করতে দিনরাত মোটসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অবাধে আসা-যাওয়া করেন মাদকসেবীরা। অথচ ভয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদের সাহস পায়না। এরআগেও মাদকসহ বাবা-ছেলে একাধিকবার গ্রেফতার হয়। কিন্তু জামিনে এসে তারা আবারও মাদক ব্যবসা শুরু করেন এলাকায়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *