গোবিন্দগঞ্জে বড়দিন উদযাপনে কেক কর্তন করেন নবাগত পুলিশ সুপার নিশাত আঞ্জেলা

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। বড়দিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন চার্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ২৫ ডিসেম্বর বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কর্তন , সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করেন নবাগত পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলামসহ অন্যান্যরা। উৎসবে খ্রিস্টান নেত্রী এমেলি হেম্রম বলেন, আজকের এই দিনটির জন্য আমরা আপেক্ষা করি। প্রিয়জন আত্নীয় স্বজন বাড়ীতে শিশুরা মুখিয়ে থাকে উৎসব করার জন্য। এবার আমরা দেশের জন্য দেশের মানুষের মঙ্গল কামনা কামনা করেছি। এসময় জেলার নবাগত পুলিশ সুপার নিশাত আঞ্জেলা উপস্থিত সকলকে উৎসবের শুভেচ্ছা জানান এবং জেলায় নিজেদের দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করছেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *