আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর শাখার অনুমোদিত কমিটির পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা জাসাস এর আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী মুন্নাফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুনব্বী খন্দকার সোহাগ পরিচিতি সভায় প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় জাসাস এর যুগ্ন আহবায়ক এ্যাড. ফরহাদ হোসেন নিয়ন । বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাসাস এর আহবায়ক শেখ বজলুল রশিদ রুপু, সদস্য সচিব খান মোঃ কাওসার ওয়াহিদ সুজন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত। আরো বক্তব্য রাখেন জাসাস গোবিন্দগঞ্জ পৌর শাখার আহবায়ক রাশেদ নিজাম রোমেল,সদস্য সচিব শামীম সরকারসহ অন্যান্যরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।