আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি,বাইসাইকেল,স্কুল ব্যাগ,ক্রীড়া সামগ্রী,শীতবস্ত্র, সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আসাদুজ্জামানের পরিচালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল জুয়েল ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জীন্দার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা সমবায় অফিসার সহ কর্মকর্তা ও কর্মচারীরা।