আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামে মসজিদের কমিটি নিয়ে বিরোধের দ্বন্দে নিহত সাইদুল ইসলাম কিনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩ রা ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মালাধর উত্তর পাড়া গ্রামে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে নিহত কিনু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম জানান, আমার স্বামী একজন দরিদ্র রিক্সাচালক,তার আয়ে তিন মেয়ে সন্তান নিয়ে কষ্টে জীবন যাপন করতাম। ঘটনার দিন আমার স্বামী মসজিদে নামাজ পড়তে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করায় তাকে নির্মম ভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়। বাবা হারা তিন সন্তান নিয়ে খেয়ে নাখেয়ে দিন পার করতে হচ্ছে আমাদের। অবুজ এ তিন সন্তান নিয়ে আমরা এখন কোথায় যায এবং কি ভাবে জীবিকা নির্বাহ করবো চিন্তায় রাতে ঘুম হয় না। তাই হত্যা কারীর ফাঁসি এবং হত্যার সাথে জরিত সকল আসামীদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল মতিন, আনিসুর রহমান, মেয়ে জেমি খাতুন(৪)। বক্তারা এ সময় হত্যাকান্ডের মূল আসামি মাজিদুল সহ সকল আসামি দের দ্রুত গ্রেফতারের দাবী জানান। মানববন্ধনে শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গ্রামের রাস্তা প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত ২৯শে নভেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ কমিটির মিটিং চলাকালিন সময় কমিটিন গঠন নিয়ে বাক বিতন্ডের এক পর্যায়ে রিক্সাচালক কিনুর উপর হামলা করে হত্যা করে মজিদুল ইসলাম মাজেদ নামে একব্যাক্তি। ঐ দিনই হত্যার সাথে জারিত আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়। থানা পুলিশ হত্যার সাথে জরিত তিন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। হত্যার সাথে জরিত আসামীরা হলেন মজিদূল ইসলাম মাজেদ,ফেরদাউস আলম লেচু, মোশারফ হোসেন, আবু হোসেন মন্ডল,আঃ গফুর সোহাগ হোসেন খন্দকার, আঃ কুদ্দুস, মোঃ সম্পদ ও আবুল কালাম। হত্যার সাথে জরিত মুল আসামী মাজেদুল ইসলাম মাজেদ আটক না হওয়ায় হতাশায় ভুগছে স্থানীয় এলাকাবাসী। ফলে নিহত সাইদুল ইসলাম কিনু মিয়ার হত্যাকারীসহ জড়িত সকল আসামিদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্য আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে এলাকাবাসীর এক বিশাল মানববন্ধন করেন।