গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ আহত ১

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়া যাত্রীদের দ্রুতগামী কাভার্ডভ্যান চাপা দেওয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১জন যাত্রী। ১১ নভেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। পথে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ অটোরিকশাটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝরনা বেগম নিহত হন। এতে আহত হন আরো তিনজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন নিহত হয়। নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী ঝরনা বেগম, উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হলে পথিমধ্যে নিহত হয় একই গ্রামের ২। আব্দুল খালেক (৪৫) ও জিহাদ মিয়া । এ র্দুঘটনায় গুরুতর আহত দুলু মিয়া (৫০) তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন সাংবাদিকদের জানা, একটি কাভার্ডভ্যানটি অটোরিকশা কে চাপা দিলে ঘটনাস্থলেই ঝরনা বেগম নিহত হন। এতে আহত হন আরো তিনজন তাদের মধ্যে ২ জন কে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হলে পথিমধ্যে নিহত হয়। দ্রুত পালিয়ে যাওয়ায় কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *