আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা পৌর শহরের ঘাঘট লেক সরেজমিনে পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। ১০ নভেম্বর রবিবার বিকেল চারটায় পৌর শহরের পূর্বপাড়াস্থ শ্মশানঘাট এলাকা থেকে পরিত্যক্ত ঘাঘট নদীতে নৌকা যোগে যাত্রা শুরু করেন। নৌকা যোগে লেকটি পরিদর্শন শেষে সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে এক সংক্ষিপ্তভাবে মতবিনিময় সভা অংশ গ্রহন করেন। এ মতবিনিময় কালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ লেকের দুপাশের ময়লা আবর্জনা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, লেক খনন করে বিনোদনের পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। পরিদর্শনের এ সময় আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: সাদরুল আলমসহ স্থানীয়রা। ঘাঘট লেক এলাকার বাসিন্দারা জানান, এই প্রথম ঘাঘট লেকটি নৌকাযোগে সরেজমিন পরিদর্শন করলেন জেলা প্রশাসক। তাঁর নির্দেশে সম্প্রতি লেকটি হতে কচুরিপানাও পরিষ্কার করা হয়েছে।