গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম গাইবান্ধা: ঐতিহ্যবাহী সংগঠন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শনিবার নভেম্বর সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত,পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়। এ সভার শুরুতে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে অকুতোভয় বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও প্রেসক্লাবের মৃত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মো. ইদ্রিসউজ্জামান মোনা। সাধারণ সম্পাদকের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি কেএম রেজাউল হকসহ আব্দুল মান্নান চৌধুরী,রেজাউন্নবী রাজু,রেজাউল হক মিতা,রজতকান্তি বর্মন,জোবায়ের আলী,কুদ্দুস আলম, দীপক কুমার পাল,উত্তম সরকার,গোলাম রব্বানী মুসা, কাজী জিয়াউল হাফিজ,খালেদ হোসেন,রিক্তু প্রসাদ, মিলন খন্দকার,আরিফুল ইসলাম বাবু,কায়সার রহমান রোমেল,সুজন প্রসাদ,শাহীন নূরী,মাসুম বিল্লাহ, সিরাজুল ইসলাম রতনসহ অন্যান্যরা। সভায় গাইবান্ধা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা রুখে দিয়ে সদস্য সাংবাদিকদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *