গাইবান্ধার বালাসীঘাটে অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসীঘাটে বালু দস্যুদের বালু ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ। ১১ ডিসেম্বর বুধবার দুপুরে বালাসীঘাটের বটতলা মোড়ে স্থানীয় জনসাধারণের ব্যানারে উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কঞ্চিপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান লিটন মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, কঞ্চিপাড়া ইউপি জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আনিছুর রহমান, লুৎফর রহমান লালন, সোহেল মিয়া সহ অন্যান্যরা। এতে ভুক্তভোগী সাধারণ লোকজন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কিছু অসাধু বালু দস্যু রাজনৈতিক সিন্ডিকেট তৈরি করে মাসের পর মাস অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছেন। তাদের অবৈধভাবে বালু উত্তোলনের কারণে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলিয়ন হয়ে যাচ্ছে। সেই সাথে কোটি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নকৃত নদীর তীর সংরক্ষণ প্রকল্প হুমকির মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, প্রশাসন যদি অতি জরুরি ভিত্তিতে বালু ব্যবসা বন্ধ না করে, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় শক্তিশালী একটি সিন্ডিকেট। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে বালুখেকোরা নদে ড্রেজার মেশিন বসিয়ে ট্রাক, ড্রাম ট্রাক, মাহিন্দ্র ও ভটভটি দিয়ে অবৈধভাবে প্রতিদিন হাজার হাজার টন বালু উত্তোলন ও পাচার করছে। এতে করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার রাস্তাঘাট, হাটবাজার, বাড়িঘর, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ফসলি জমিও হুমকির মুখে পড়েছে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *