গাইবান্ধায় হানিফ পরিবহনের চুরি হওয়া বাসটি উদ্ধার

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের যাহার নম্বর ব- ১৪৬৪৩০ চুরি হওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। দিনাজপুর জেলার হাকিমপুর থানা এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়।এর আগে বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসটি চুরি হয়।এ বাস চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর এঘটনাটি জেলার গণমাধ্যমকর্মীদের মাধ্যমে অনলাইনে ব্যাপক প্রচার হওয়ায় পুলিশের কঠোর তৎপরতায় ঘটনার দিন রাতে বাসটি সন্ধান মিলে এবং বাসটি উদ্ধার করা সম্ভব হয়। চুরি যাওয়া বাসটি উদ্ধারের এবিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার। উল্লেখ্য, গাইবান্ধা-ঢাকা রোডের চলাচলকারী চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ব-১৪৬৪৩০) প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়। এরপরই বাস চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে বাসটি দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার শালাইপুর বাজার থেকে ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *