গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার নিশাত আঞ্জেলা

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার নিশাত আঞ্জেলা’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা পৌরশহরের পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা তাঁর দায়িত্ব পালনকালে সাংবাদিকদেরসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপসহ জেলার পুলিশ কর্মকর্তারা ও গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকগণ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *