গাইবান্ধায় রাত পোহালেই আম বয়ানের মধ্য দিয়ে শুরু জেলা ইজতেমা

আশরাফুল ইসলাম গাইবান্ধা :: গাইবান্ধায় রাত পোহালেই ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে জেলা ইজতেমা। গাইবান্ধা সদরের তুলশিঘাটের কাশিনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জেলা ইজতেমা। আগামীকাল ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে তাবলীগ জামায়াতের আয়োজক কমিটির নেতৃবৃন্দ। আয়োজকদের সূত্রে জানা গেছে, এই ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহসহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইতোমধ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অংশগ্রহণ করেছেন। সেখানে অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন। গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ূন কবির সাংবাদিকদের জানান, জেলা।ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে । গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বৃহস্পতিবার ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *