আশরাফুল ইসলাম গাইবান্ধা: বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সোমবার গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামন থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, এনজিও প্রতিনিধি জয়া প্রসাদ, জয়িতা নারী শেফালী বেগম, শংকরী রাণী, রাবেয়া খাতুন, এমেলী হেমরম, হোসনে আরা বেগম প্রমুখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।