আশরাফুল ইসলাম গাইবান্ধা: পিলখানায় হত্যাকান্ডের দায় চাপিয়ে দেওয়ায় ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকুরীতে পুর্ণবহাল ও কারাবন্দীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে ২৭ নভেম্বর বুধবার গাইবান্ধা ডিবি রোড গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনের শুরুতে পিলখানা হত্যাকান্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়। নায়েক আলতাফ হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সমন্বয়ক সি: ভিএম আব্দুর রাজ্জাক, সিপাহী আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মাহফুজ আলম, ইলিয়াস হোসেন, ফিরোজা বেগমসহ অন্যান্যরা।