আশরাফুল ইসলাম গাইবান্ধা: মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক ছানা’র নেতৃত্বে গাইবান্ধা পৌর শহরে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে । ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের মুন্সিপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টারি মোড় থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে। স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম। লাল সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট- বোমা। তারেক রহমান বীরের বেশে,আসবে ফিরে এই দেশে,ছানা ভাই এগিয়ে চলো আমার আছি তোমার সাথে সহ নানা শ্লোগানে নেতা-কর্মীরা মুখরিত করে তোলে পুরো গাইবান্ধা শহর। এ র্যালিটি শহর প্রদক্ষিণশেষে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে । এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক ছানা, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, সাঘাটা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল মিঠুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও কর্মীগণ।