আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ -এর সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা রোধ এবং প্রতিবন্ধী শিশু, কিশোরদের প্রতি বৈষম্য প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়। কমিউনিটি সংলাপে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। এসময় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর, গাইবান্ধা ফকিরপাড়া মসজিদ এর ইমাম ও খতীব মুফতি মুজাহিদুল ইসলাম,সাহাপাড়া ইউপি সদস্য মাছুমা বেগম। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদ।