আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলা তুলশীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মাধ্যমে এই ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাজে লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইজতেমায় জুমার নামাজ আদায় করার জন্য সকাল ১০টার পর থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামতে থাকে। একসঙ্গে বড় জামাতে জুম্মার নামাজ আদায় করে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। গাইবান্ধা জেলার আশেপাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা সকাল থেকেই ইজতেমায় উপস্থিত হন। এবারের ইজতেমায় গাইবান্ধা জেলার শহর, উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা অংশ নিয়েছে। জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। জুমার কারনে মুসল্লির সংখ্যা অনেক বেশী হয়। ইজতেমা মাঠ ভড়িয়ে উঠায় মুসল্লিরা আশ পাশের ধানের জমি গুলো ও পলাশবাড়ী গাইবান্ধা সড়কের উপর জুম্মার নামাজ আদায় করেন। জেলা পুলিশের পক্ষ হতে ইজতেমা মাঠে জুমার নামাজ আদায়ের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জেলা প্রশাসন ও ইজতেমা আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী ও স্কাউট সদস্যদের তৎপরতা দেখা যায়। আগামীকাল শনিবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেদায়েত ও শান্তি কামনা করা হবে এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গাইবান্ধার তিনদিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে।