আশরাফুল ইসলাম গাইবান্ধা: দেশে অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে। আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ক্যাব এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে গাইবান্ধায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। জেলা ক্যাবের উদ্যোগে পৌর শহরের কাচারি বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা ক্যাবের সভাপতি কে.এম রেজাউল হক, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, সমাজকর্মী সুজন প্রসাদ, রেস্তোরা মালিক সমিতির সভাপতি তাবারক হোসেনসহ অন্যান্যরা। এ মানববন্ধন শেষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও মূল্য নিয়ন্ত্রণে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। এসময় বক্তাগণ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবী জানান।মানববন্ধন ও র্যালিতে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।