গাইবান্ধায় আইডিইবির ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ নভেম্বর শনিবার সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ র‌্যালিটি স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির আয়োজনে র‌্যালিটির পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবির গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির সভাপতি চন্দ্র শেখর দাস। আইসিটি সম্পাদক শেখ সোহেল রানার সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইডিইবি গাইবান্ধা জেলার শাখার সাধারণ সম্পাদক জানে আলম সোহেল, গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, কাউন্সিলর মোঃ সোহরাওয়ার্দি মন্ডল, আইডিইবি নেতা প্রকৌশলী শফিকুল ইসলাম, মোঃ খালেকুজ্জামান জুয়েল,গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, আইডিইবি সদস্য ফজলে রাব্বিসহ অন্যান্যরা।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *