রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় সড়ক দূর্ঘটনায় ০৪ শিশুর মৃত্যুর ঘটনায় মোঃ কাবের আলী (২৮) নামের এক পলাতক মাইক্রোবাস চালককে গাংনী থেকে র্যাবে-১২ গ্রেফতার করেছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত ১১.৩০ টার দিকে মেহেরপুরর গাংনী থানাধীন ঈদগাহপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) র্যাব-১২ এর অফিসের প্রেস ব্রিফিংয় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত কাবের আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আমতৈল এলাকার মোঃ সারোয়ার উদ্দিনের ছেলে। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের শিমুলিয়া এলাকায় সকাল আনুমানিক ০৭ঃ০০ ঘটিকায় স্থানীয় মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফেরার সময় ০৫ শিশুকে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৫-৮৭৬৮) চাপা দিয়ে চালক পালিয়ে যায়। ঘটনাস্থলেই মিম খাতুন (১২) নামের এক শিশু নিহত হয়। দুর্ঘটনায় আহত বাকি শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরবর্র্তীতে তানজিলা আক্তার (১৪), মারিয়া খাতুন (১১) ও যুথী খাতুন (৯) মৃত্যুবরণ করে। ফাতেমা খাতুন (৯) নামের অপর এক শিশু দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। এর প্রেক্ষিতে পলাতক মাইক্রোবাস চালকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং ১০, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪, ধারা-সড়ক পরিবহণ আইন-২০১৮ এর ৯৮/১০৫। একসাথে ০৪ শিশুর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর সংবাদ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পলাতক ঘাতক মাইক্রোবাস চালককে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১ (কুষ্টিয়া), র্যাব-১২ এর একটি আভিযানিক দল গত ০৮ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় মেহেরপুর জেলার গাংনী থানাধীন ঈদগাহপাড়া এলাকা হতে পলাতক মাইক্রোবাস চালক মোঃ কাবের আলীকে গ্রেফতার করে। এ বিষয়ে র্যাব-১২ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌড়হাস হাইওয়ে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।