কেক কেটে জন্মদিন উদযাপন করলেন কুকাসের সভাপতি দুলাল হোসেন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি কুমিল্লা: কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় ৩য় শ্রেণি (নির্বাহী) কর্মচারী সমিতি কুকাস এর সভাপতি মেহেদী হাসান দুলাল এর। জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে উদযাপিত হয়েছে। মেহেদী হাসান দুলাল পরিবার এবং বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ও সুবর্নাথীদের তার জন্মদিনে,মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার সহ অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোঃ দুলাল কুমিল্লা ও দেশবাসী’র কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন, তিনি, কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের কৃতি সন্তান। গতকাল মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বাকশিমুল ইউনিয়ন পরিষদ এর সামনে ইউনিয়ন পরিষদ এর সদস্য মোহাম্মদ লিটন রেজার উপস্থিতিতে কেক কাটার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন কালিকাপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আখন্দ, ও জসিম উদ্দিন আখন্দ, ফারুক আহমেদ, জালাল উদ্দীন, আব্দুল মান্নান, সাইদুর রহমান মিন্টু, শওকত হোসেন ইমন,নাজমুল হাসান, জামাল হোসনে, হৃদয় আখন্দ, আজিম আখন্দ, আশিকুর রহমান,গোলাম রাব্বানী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *