রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা থেকে যাত্রা শুরু করল খাদ্যে ভেজাল শনাক্তকরণে খুলনা বিভাগের জন্য নিয়োজিত ছোট সাইজের অত্যাধুনিক মোবাইল ল্যাবরেটরি ভ্যান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই পরীক্ষাগারে খাদ্যপণ্যের বিশুদ্ধতা যাচাইয়ে ৩১ ধরনের পরীক্ষা করা সম্ভব হবে। মিলবে তাৎক্ষণিক ফলাফল, নেওয়া হবে আইনগত ব্যবস্থাও। সোমবার (৩ জুন) কুষ্টিয়া শিল্পকলায় বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় আনা হয় ভ্যানটি। উক্ত নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। ভ্রাম্যমাণ এই ল্যাবরেটরির কার্যক্রম সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) আবু নূর মো. শামসুজ্জামান জানান ; দুধ, মধু ও বিভিন্ন ধরনের মসলায় ভেজালসহ ৩১ ধরনের পরীক্ষা এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে করা যাবে। শামসুজ্জামান বলেন, গাড়িগুলো বিভিন্ন মার্কেটের সামনে যাবে। সেখানে নমুনা সংগ্রহের পর ভেজাল থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। উক্ত নিরাপদ খাদ্য বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (এমপি)। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. কামারুল আরেফিন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুুর রউফ এবং কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।