কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ৩৬বোতল ফেন্সিডিল ও ০১টি পুরাতন মোটরসাইকেলসহ গ্রেফতার-০২

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ৩৬ বোতল ফেন্সিডিল ও ০১টি পুরাতন মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) সকালের দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের জগতি ওভার ব্রীজের নীচে জনৈক মোঃ রকি মন্ডল ) এর চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর হতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীদ্বয়- ১. মোঃ মাহিবুল আমিন অপু(২৮) পিতা-মোঃনুরুল আমিন সাং কড়ইতলি থানাঃ ফরিদগন্জ জেলাঃচাঁদপুর বর্তমান সাং-১/১৩ বড়বাগ ডাকঘরঃ মিরপুর-১২১৬ মিরপুর-২, থানা- মিরপুর ডি,এ, পি ঢাকা। ২. মোঃ হোসেন(৩৮) পিতাঃমৃত মমিন উদ্দিন সাং বলরামপুর থানাঃ মুলাদি জেলাঃ বরিশাল বড়তমান ঠিকানাঃ সাং-১৬১/ সি জনতা হাউজিং মসজিদ রোড মিরপুর-১,থানাঃ মিরপুর ডি,এম,পি ঢাকা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই(নিঃ) অনুপ কুমার মন্ডল সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম ও সংগীয় ফোর্সসহ একটি চৌকস টিম কুষ্টিয়া মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে কুষ্টিয়া মডেল থানাধীন জগতি সাকিনস্হ জগতি ওভার ব্রীজের নীচে জনৈক মোঃ রকি মন্ডল এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উপস্হিত স্বাক্ষীদের সামনে বিধি মোতাবেক ০১ নং আসামী মোঃ মাহিবুল আমিন অপু এর দেহ তল্লাশী কালে তার কাঁধে থাকা কালো রংয়ের ব্যাগের মধ্যে রক্ষিত ২০বোতল ফেন্সিডিল ও ০২ নং আসামী মোঃ হোসেন এর দেহ তল্লাশী কালে তাহার কাঁধে থাকা ছাই রংয়ের ব্যাগের মধ্যে রক্ষিত ১৬(বোতল ফেন্সিডিল, সর্বমোট ৩৬বোতল ফেন্সিডিল আসামীদ্বয় নিজ নিজ হাতে বাহির করিয়া দেয় এবং উক্ত আসামীদ্বয়ের মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি পুরাতন কালো রংয়ের FZ-S মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ল-৫৯-৪৭৪৭। উক্ত আলামত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে । এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *