কুষ্টিয়ায় তিন দফা দাবিতে প্রজন্ম’ ৭১ এর উদ্যোগে মানববন্ধন

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় তিন দফা দাবিতে প্রজন্ম’ ৭১ এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মহাসড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তান ও শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। প্রজন্ম’৭১, কুষ্টিয়া’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মিলন উল্লাহ ও শেখ হাসান বেলাল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে আমাদের ৩ দফা দাবি মানতে হবে। ১. রাজাকারের উত্তরসূরিদের সরকারি চাকুরিতে অযোগ্য ঘোষণা করতে হবে ২. যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। ৩. রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রজন্ম’৭১ এর নেতৃবৃন্দ।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *