আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ২৮ ডিসেম্বর শনিবার সকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যান একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেন এর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে। এবিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন।