ইজাড়াদারের খাজনা না দিয়ে মামলা দিয়ে হয়রানি! বাজার জুড়ে থমথমে অবস্থা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বাজার ইজাড়াদারদের নির্ধারিত খাজনা না দিয়ে উল্টো খাজনা আদায়কারীকে দোকান ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে আদালতে মামলা হয়রানি করছে আমিন উল্লাহ নামের এক ব্যক্তি। শুধু তাই নয় আমিন উল্লাহ কয়েক মাস ধরে বাজারের নির্ধারিত খাজনা না দিয়ে খাজনা আদায়কারীকে হুমকি ধামকি দেয়। ঘটনা কি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের। স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা আবুল কাশেম বাজারের ইজাড়াদার না হলেও মামলায় তাকে সাব ইজাড়াদার বানিয়ে তাকেসহ মোট পাঁচজনকে আসামি করা হয়। তবে ইজাড়াদার শাহ আলম বেপারীকে এ মামলায় আসামি করা হয়নি। মিথ্যা তঞ্চক মামলার খবরে পুরো বাজারে চলছে হাসাহাসি। বাদী আমিন উল্লাহকে নিয়ে অনেকে ট্রল করতেও শোনা যায়। বাজার জুড়ে চলছে থমথমে অবস্থা। মূলত মুদি দোকানদার আমিন উল্লা কয়েক মাস খাজনা আটকে দেয়। খাজনা আদায়কারী আবুল কাশেম খাজনার জন্য গেলে আমিন উল্লাহ খাজনা না দিয়ে তর্কে জড়িয়ে যায়। তাদের চিল্লাচিল্লির এক পর্যায়ে হাটুরে মানুষেরা জড়ো হয়ে পরিবেশ শান্ত করে। এদিকে আমিন উল্লা প্ররোচনায় পড়ে শরীফ, আবুল কালাম, আরিফ ও কামালসহ মোট পাঁচজনকে বিবাদী করে আদালতে মামলা দেয়। যুবলীগ নেতা আবুল কাশেম বলেন-আমি খাজনার জন্য গেলে আমিন উল্লাহ বলে ‘কিসের খাজনা! আমি খাজনা দিব না। না দিলে কোনো শালাই খাজনা নিতে পারবেনা’ বলে চিৎকার করতে থাকেন। আমিন উল্লাহর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন-‘আমি বিষয়টা শুনেছি , তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *